জনগণ আর আ’লীগের ভাঙ্গা নৌকায় উঠবে না : ফখরুল
- আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
জনগণ আর আওয়ামী লীগের ভাঙ্গা নৌকায় উঠবে না–এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব কারো বাবার না। কেউ সেন্টমার্টিন বেঁচে ক্ষমতায় যেতে পারবে না।
ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল সভাপতি খালিদ হোসেন জ্যাকিসহ দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, সরকার নীল নকশা বাস্তবায়নে বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করছে।
সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলন করে অচিরে পতন ঘটানো হবে বলেও হুশিয়ারী দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে বিক্ষোভ মিছিল কাকরাইল, নাইটেঙ্গল মোড় হয়ে, শান্তিনগর ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।