জনগণের ভোটে অতীতেও আওয়ামী লীগ নির্বাচিত হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
দুপরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর রায় দাবী করেন, অতীতের মতো পুলিশ দিয়ে রাতের বেলা ভোট ছিনতাই করে আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। গ্যাসসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরর বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, হত্যার হুমকি দেয়ার অভ্যাস বিএনপির নেই।