জনগণের কষ্টকে পুঁজি করে বিএনপি রাজনীতি করার অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জনগণের কষ্টকে পুঁজি করে বিএনপি রাজনীতি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে এ কথা বলেন তিনি। আর রাজধানীতে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করবে আওয়ামী লীগ।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে দু’দিন ব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভিস এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বিএনপির পায়ের নীচে মাটি না থাকলেও তারা ক্রমাগত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। এ ধরনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির প্রভাবে বিশ্বব্যাপী চলছে সংকট, এমন পরিস্থিতিতে জনগণের কষ্টকে পুঁজি করে বিএনপি রাজনীতি করছে।
বিএনপির আন্দোলনে সরকারের পতন হবে না বলে জানান ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে, মৌলবাদিদের শৃংখল থেকে মুক্ত হয়ে নারীরা এখন স্বাধীনভাবে সামনে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক।
আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যাণ্ড ই-কমার্সের ‘উই সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, এক সময় মৌলবাদিরা নারীদের মিথ্যা ফতোয়া দিয়ে অন্ধকারে রাখার অপচেষ্টায় ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যোগ্যতার মূল্যায়নের চেষ্টা করেন বলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন নারীরা। অনুষ্ঠানে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের নানা পদক্ষেপ তুলে ধরা হয়।