জনগণের আস্থা অর্জন করতে পারে না যারা ভোটে ব্যর্থ তারা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
যারা জনগণের আস্থা যারা অর্জন করতে পারে না, ভোটে তারাই ব্যর্থ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের সার্বিক উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সকালে স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় জনগণের কাজে লাগে জনপ্রতিনিধিদের এমন প্রকল্প নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার-এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪। এরই অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় পর্যায়ে নির্মিত পানি পরিশোধনাগারগুলো যাথাযথ যত্ন নিতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না ভোটে তারাই ব্যর্থ জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বিলাসবহুল বিদ্যুত ব্যবহারকারীদের বিল বেশি দিতে হবে বলে জানান তিনি। সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত দেশ প্রতিষ্ঠায় জনপ্রতিনিধের কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।