জনগণকে বিভ্রান্ত করতেই মুক্তিযুদ্ধের চেতনা বিকৃত করেছে সরকার : ড.মোশাররফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশের বদনামে বিএনপি ভাড়াটিয়া রেখেছে বলে, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী ভাষণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি কাদের ভাড়াটিয়া রেখেছে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার দাবি জানান ড. মোশাররফ। দেশের বদনাম বিএনপি নয়, আওয়ামী লীগ সরকার করে। সরকার নিজের ব্যর্থতা ধামাচাপা দিতে ও জনগণকে বিভ্রান্ত করতেই মুক্তিযুদ্ধের চেতনা বিকৃত করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ভূলুন্ঠিত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বললে আওয়ামী লীগ সরকার মেনে নিতে পারে না। তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট মনে করে। সভায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বিএনপি ও পেশাজীবীরা নেতার অংশগ্রহণ করে।