জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৬০৯ বার পড়া হয়েছে
রাজনৈতিক স্ট্যান্টবাজি ও জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে বিএনপির চিঠি নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছে। সেখানে কোনো জায়গায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কোনো কথা নেই। বিএনপি বেগম জিয়ার মুক্তি চায় কি-না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যে কথা বলে, সেগুলো জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়। তথ্যমন্ত্রী বলেন, ফেনী নদীর পানির প্রবাহ হচ্ছে আটশ’ কিউসেক। এর মধ্যে ১ দশমিক ৮২ কিউসেক ভারত খাবার পানি হিসেবে নেবে, যা চারশ’ ভাগের এক ভাগ।