জনগণই আওয়ামী লীগের মূল শক্তি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। তাদের কল্যাণে কাজ করছে সরকার। আওয়ামী লীগকে সবসময়, উজানে নাও ঠেলে চলতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলন ও চাপে, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, কারও কাছে কখনো মাথা নত করেননি, জীবন ভিক্ষাও চাননি। শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার..আন্দোলন ও চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।
জনগণের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ সরকার।অন্যদিকে সমালোচনাকারীরা দেশকে পিছিয়ে নিতে তৎপর বলে জানান সরকার প্রধান।
তিনি বলেন, ষড়যন্ত্র যতই হোক, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১১ মাস কারারুদ্ধ থাকার পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।