জ’ঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
২১ শে আগস্টের গ্রেনেড হামলার আসামী আবু সাঈদের পরিকল্পনাতেই তৈরি হয়েছে নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। সংগঠনটির পাঁচ সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য দিয়েছে সিটিটিসি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। তিনি বলেন, নাশকতার জন্যই তৈরি করা হয় জঙ্গী সংগঠনটি।
২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর।
গ্রেফতারের পর জেলেই দেখা হয় মাইনুল হাসান ও শামীম মাহফুজের সঙ্গে। আবু সাঈদের অনুপ্রেরণাতেই পরিকল্পনায় করা হয় নতুন জঙ্গী সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বীয়া।
নব্য সংগঠনটির পাঁচ সদস্যকে গ্রেফতারের পর সিটিটিসি পুলিশ বলছে, চলতি বছরের শুরু থেকে জঙ্গীবাদে গ্রেফতা আসামীরা জামিনে বেরিয়ে এসে সংগঠনটি শুরু করে।
তিনি জানান, আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সংগঠনটির যোগসূত্র ছিল পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী কুকি চিন ন্যাশনাল পার্টির সাথে।
মূলহোতা শামীম মাহফুজকে খুঁজে বের করতে পারলে, আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সম্পর্কে পুরো ধারণা পাওয়া যাবে বলেও জানান আসাদুজ্জামান।