জঙ্গি ছিনতাই ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আদালত থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশ্য দিবালোকে গত রোববার পুলিশের ওপর হামলা চালিয়ে দুই সহযোগীকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেয়া দুই জঙ্গি লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া আসামি। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরানকে ছিনিয়ে নিতে পুলিশের চোখে-মুখে পেপার স্প্রে করে জঙ্গিরা।
ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একযোগে জঙ্গিদের ধরতে অভিযান শুরু করেছে। একই সঙ্গে দুই জঙ্গিকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।
সারা দেশের আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ছিনিয়ে নেয়া জঙ্গিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।