জঙ্গিবাদে টেনে আনতে ইন্টারনেটে আকর্ষণীয় প্যাকেজ ছাড়া হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ১৬০৮ বার পড়া হয়েছে
জঙ্গিবাদে টেনে আনতে ইন্টারনেটে আকর্ষণীয় প্যাকেজ ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা পিস টক শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মনিরুল ইসলাম। তিনি বলেন, এখন যে জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে, তারা কেউ কেউ আগে থেকেই জড়িত ছিল, আবার কেউ কেউ নতুন করে জঙ্গিবাদে জড়িয়েছে। তরুণরাই বেশি সহিংস উগ্রবাদে ঝুঁকে পড়ছে, আর এতে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান মনিরুল ইসলাম।