সরকার ভারত ও পশ্চিমাদের দেখাতে জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
সরকার ভারত ও পশ্চিমাদের দেখানোর জন্য জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ মানুষ নয় আওয়ামী লীগ জঙ্গি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি চেয়ারম্যান কাজী জাফর আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর বক্তব্যেরউদ্বৃতি দিয়ে “জিয়া পরিবারকে খুনি’ বলার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।
তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের নাম একুশে আগস্টের মামলায় জড়ানোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস করে না। এবার কোনো কৌশলে কাজ হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্ববধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।