ছয় জেলায় ৪০ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ১২:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২ জন, হবিগঞ্জের জেলা প্রশাসকসহ দু’জন, যশোরে ১১, ময়মনসিংহে ২, নেত্রকোনায় ১ ও মৌলভীবাজারে ১ জনসহ ছয় জেলায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ২২ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বিআইটিআইডি হাসপাতালে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ১৬ জন চট্টগ্রামের, আর ৬ জন পার্শ্ববর্তী অন্যান্য জেলার।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ নতুন করে আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬৯ জনের করোনা শনাক্ত হলো।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় আরো একজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। আর এ পর্যন্ত ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজারে একজনের করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। জুড়ি উপজেলার আক্রান্ত ব্যক্তি ওষুধ ব্যবসায়ী এক যুবক। এ নিয়ে জেলায় ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।