ছোট হয়ে আসছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মানচিত্র
- আপডেট সময় : ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭১০ বার পড়া হয়েছে
জামালপুরে যমুনা নদীর অব্যাহত ভাঙনে ছোট হচ্ছে মাদারগঞ্জ উপজেলার মানচিত্র। প্রায় দুইমাস ধরে চলা তীব্র ভাঙনে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ফসলি জমি যমুনাগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও কোন অবস্থাতেই ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না।
গেলো প্রায় দুইমাস ধরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর বাম তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।এতে চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে গাছপালা, ফসলি জমি, কবরস্থানসহ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। যমুনার অব্যাহত ভাঙ্গনে সব হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। অনাহারে-অর্ধাহারে দিনপার করছেন তারা। ভাঙ্গন প্রকিরোধে ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয়দের
এখনো হুমকির মুখে পাকরুল এলাকার শত শত বসতবাড়ি, আশ্রয়ন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান, গাছপালা, ফসলি জমিসহ রেড ক্রিসেন্ট কমিউনিটি মিটিং সেন্টার এবং হিদাগাড়ী কমউনিটি ক্লিনিক। নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের দাবি তাদের।
মাদারগঞ্জের পাকরুল এলাকায় ক্ষতিগ্রস্থ ১৫’শ মিটার জায়গায় ভাঙ্গন ঠেকাতে ১৬’শ মিটার এলাকা জুড়ে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পাশাপাশি সেখানে ১৫শ মিটার অংশে নদীর তীর সংরক্ষনের কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হওয়ার পর বাস্তবায়ন হলে ওই এলাকার নদী ভাঙ্গন অনেকটাই লাঘব হবে।
ভাঙ্গন রোধে দ্রুই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।