ছেলেরা মেয়েদের চেয়ে কেন পিছিয়ে আছে, সেটি খুঁজে বের করতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে-মেয়েদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, ছেলেরা মেয়েদের চেয়ে কেন পিছিয়ে আছে, সেটি খুঁজে বের করতে হবে। সকালে গণভবনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে-এটাই সরকারের প্রত্যাশা বলেও জানান শেখ হাসিনা। সারা দেশে গড় পাশের হার ৮৪.৪।
গণভবনে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা তুলে দেন তাদের নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান। পরে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। শিক্ষা নীতি সময়ের সঙ্গে পরিবর্তন ও পরিবর্ধনের সুযোগ আছে। শিক্ষা খাতের ব্যয়কে সরকার বিনিয়োগ মনে করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিক্ষাক্ষেত্রে পরিবেশ তৈরি, শৃঙ্খলা ফিরিয়ে আনা, ছাত্রছাত্রীদের আগ্রহ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের আমলে শিক্ষার্থীরা ৬০ দিনের মধ্যে ফলাফল পাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারেও উদাসীন ছিলো বিগত সরকারগুলো। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।