ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লা থেকে দুই ভুয়া পুলিশ সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লা থেকে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলার হৃদয় হোসেন নামে এক ব্যক্তি হাজীগঞ্জ বাজার ইসলামী ব্যাংক শাখা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা তুলে যাওয়ার পথে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জিয়ানগর ব্রিকফিল্ডের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তার সিএনজির গতিরোধ করে। পুলিশের লোক পরিচয়ে হৃদয়কে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে টাকা ছিনিয়ে চোখ মুখ বেঁধে চান্দিনা এলাকায় নিয়ে ছেড়ে দেয় ছিনতাইকারীরা। আটককৃতদের কাছে পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সটকে পড়লেও দু’জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।