ছাত্র-জনতার অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত : শারমিন এস মুরশিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে বিশেষ বাহিনীর গুলীতে ১০৫ শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হবে বলে জানান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ইউনিসেফের পর্যবেক্ষণে বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে ৪৩ শতাংশই ত্রুটিপূর্ণ। বিশ্বব্যাংকও বিষয়টি গুরুত্বসহ দেখছে। তালিকাটি যাচাই বাছাই করা হবে। নির্বাচনের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। সংস্কারের পর নির্বাচন হবে। সরকারি সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান শারমিন এস মুরশিদ।