চ্যালেঞ্জিং চরিত্রে আয়শা নাফিসা
- আপডেট সময় : ০৩:১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৯৩৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের মডেল-অভিনেত্রী আয়শা নাফিসা। ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘দেনমোহর’। অনুপ বালা রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফাহিম হাসান।
এ প্রসঙ্গে অভিনেত্রী আয়শা নাফিসা বলেন, ‘নাটকে আমি থাকি মূল পুরুষ চরিত্রের প্রথম স্ত্রী। আমাকে ভালোবেসে বিয়ে করে সে। পরে দেখতে পাই তার স্বভাব চরিত্র ভালো না। তার মা টাকার লোভে তাকে আবার বিয়ে করায়। সেখান থেকে যৌতুক নেয়। আমি তাকে ভালোবাসি বলে মেনে নেই। হঠাৎ করে সে আরেকটি বিয়ে করে। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।’
তিনি আরও বলেন, ‘এটি বেশ চ্যালেঞ্জিং চরিত্র। তাই কাজ করতেও ভালো লেগেছে। আশা করছি, নাটকটি প্রচার হলে দর্শকরাও পছন্দ করবেন।’
এই নাটকে আয়শা নাফিসা ছাড়াও আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, সাহেলা আক্তার, রফিক মিন্টু, ছায়াবীনি, সাদিয়াসহ অনেকে।