চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব এটলেটিকো মাদ্রিদ।
প্রথম লেগের ১-১ গোলে ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে জয়ের বিকল্প নেই দু’দলের। লিগে শেষ ম্যাচে টটেনহামের বিপক্ষে ৩-২ গোলের জয় এবং রোনালদোর হ্যাট্রিকে উজ্জীবিত ইউনাইটেড শিবির। অন্যদিকে লিগে নিজেদের শেষ তিন ম্যাচে জয় এটলেটিকো মাদ্রিদের। তবে করোনার হানা ইউনাইটেড শিবিরে। করোনা পজেটিভ হওয়ায় এ ম্যাচে দেখা যাবে না ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নানন্দেজ ও লুক শকে। এদিকে সাসপেনশনের কারনে এ ম্যাচে খেলতে পারবে না এটলেটিকো উইঙ্গার ইয়ানিক ক্যারাস্কো। এছাড়াও, ইনজুরির কারনে এ ম্যাচে অনিশ্চিত থমাস লেমার, ড্যানিয়াল ওয়াস ও মারিও হ্যারমোসো। রাতের অন্য ম্যাচে আয়ক্সের বিপক্ষে মাঠে নামবে পর্তুগীজ ক্লাব বেনফিকা।