চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক থেকে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দৃর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
অস্ত্রের মুখে জিম্মি করে চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক থেকে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দৃর্বৃত্ত। ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দুপুরে উথলী শাখায় ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হেলমেট পরে মোটর সাইকেল করে তিনজন ব্যাংকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে একটি কক্ষে সবাইকে আটকে রাখে। পরে ব্যাংকের কাউন্টারে থাকা ৮ লক্ষ টাকা লুট করে নেয়। ঘটনার সময় টাকা তুলতে আসা এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারের লোকজন তাদের ধাওয়া করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে গুলির হুমকি দেয় তারা। পরে উপস্থিত লোকজন ইট-পাটকেল মারতে থাকলে দুর্বৃত্তরা মোটর সাইকেলে দ্রুত পালিয়ে যায়।