চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
সকালে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের নিকটবর্তী একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সাইফুল ইসলাম দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আবদার আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল খালেক বলেন, সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকে চাকুরী করতেন। মাংস কেনা নিয়ে রবিবার তার সাথে কয়েকজনের বিরোধ বাধে। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের গলার ডান দিকে কাল দাগের চিন্হ রয়েছে। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।