চীনের পদক্ষেপ আটকে পড়া বাংলাদেশী ১৭১ শিক্ষার্থী ফেরত আনার পথে বড় বাধা

- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
চীনের উহান শহরে আটকে পড়া বাংলাদেশের ১৭১ শিক্ষার্থীকে আপাতত রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সংক্রমণ রোধে চীনের নেয়া পদক্ষেপকে এই ফেরত আনার পথে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি। আটক শিক্ষার্থীদের দেখভালে চীনা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। বিকেলে ঢাকার একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ড. মোমেন আরো বলেন, জঙ্গী গোষ্ঠী আইএসে যোগ দেয়া শামীমার সাথে বাংলাদেশের কোন সম্পর্ক নেই।
সীমান ছাড়িয়ে বাংলাদেশে ব্র্যাণ্ডিং : অগ্রভাগে প্রবাসী এবং শান্তিরক্ষীরা-শীর্ষক এই ওর্য়াল্ড কনফারেন্স সিরিজ দুই হাজার বিশ এর আয়োজন করে সেন্টার ফর নন রেসিড্যাণ্ট বাংলাদেশ অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের উহানে আটকে পড়া ১৭১ শিক্ষার্থীর দেশে ফেরার বিষয়ে নেতিবাচক জবাব দেন তিনি।আটকে পড়া ওই শিক্ষার্থীদের দেখভালে চীনা কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপ নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।আরেক প্রশ্নে জঙ্গী আইএসে যোগ দেওয়া শামীমা বেগমের সম্পর্কেও কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন।