চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সিচুয়ান প্রদেশে সোমবার স্থানীয় সময় রাত একটার দিকে ১০ কিলোমিটার গভীরে ভূকম্পনটি অনুভূত হয়।
ভূমিকম্পে টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হযে পড়েছে। পাহাড়ি ভূমিধসের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিচুয়ান প্রদেশের চেংদুতে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করা হয়।
ওই অঞ্চলের দুই কোটি ১০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশনা দেয়া হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র চেংদু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে প্রত্যন্ত পার্বত্য অঞ্চল লুদিংয়ে।
চীনের সিসিটিভি জানায়,এখনও নিখোঁজ রয়েছে ১৬ জন এবং আহত হয়েছেন ৫০ জন।
ভূকম্পনে চেংদু এবং পার্শ্ববর্তী মেগা-সিটি চংকিংয়ের ভবনগুলো কেঁপে ওঠে, বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট।
দশ হাজারেরও বেশি বাসিন্দার আবাসস্থলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।