চিহ্নিত প্রতারক আজিজুল হক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি মেম্বরের ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী আজিজুল হককে গ্রেফতার করেছে রেব।
গতকাল রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেব জানায় গ্রেফতার আজিজুলের নামের চট্টগ্রামের বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। এলাকায় চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত সে। বিভিন্ন সময়ে তার অপকর্মের প্রতিবাদ করায় নিহত মমিনুলের সঙ্গে তার বিরোধ বাধে। এরই জেরে গত ২৯ জুন মমিনুল তার ছেলে ও ভাতিজাকে নিয়ে সিএনজি অটোরিক্সায় বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডের নতুন গ্যাস অফিসের সামনে আজিজুল ও তার সহযোগীরা মমিনুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি রেবও তাকে ধরতে অভিযান শুরু করে। পরে গতকাল রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় রেব।