দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রাকের সহকারি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়াশায় রাস্তা ঠিকমত দেখতে না পাওয়া, দিনাজপুর ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাক উচিতপুর বাজারের মোড়ে ফুলবাড়ি থেকে ছেড়ে আসা কয়লা বোঝাই আরেকটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের সহকারি রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও আরেক সহকারিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।