চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী
- আপডেট সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
ভালবাসা ও ফুলেল শ্রদ্ধায় শেষবারের মতো সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও টেলিভিশন ব্যক্তিত্ব– এসএটিভি’র সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ সালাহউদ্দিন জাকী। সকালে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সামাজিক-সাংস্কৃতিক ও রাজনীতিক নেতৃবৃন্দসহ তার বন্ধু-বান্ধব, পরিবার, স্বজন ও বিভিন্ন সংগঠন। তারা বলেন, কাজের মধ্যেই বেচে থাকবেন সৈয়দ সালাহউদ্দিন জাকী।
ঘুড্ডি চলচ্চিত্রের নির্মাতা একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালাউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। ফুলেল শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ৷
ফুলেল শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, গুনি এই নির্মাতা ঘুড্ডি সিনেমার মাধ্যমে সমালোচকদের মন জয় করেন। তার লেখনি ও চিন্তায় ছিলো দেশের সংস্কৃতিকে তরুনদের কাছে পৌছে দেয়া। ঘুড্ডিতে চড়ে যিনি উড়েছেন চলচ্চিত্রাঙ্গনে সেই সুতো নাটাই থেকে ছিড়ে গেছে চিরদিনের জন্য। কিন্ত বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে সাংস্কৃতিকমনা মানুষের মাঝে। শ্রদ্ধা জানাতে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, তিনি সজ্জন, নম্র বিনয়ী মানুষ ছিলেন। বাবার স্মৃতি চারণ করে ছেলে সৈয়দ শামস আদনান পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সালাউদ্দিন জাকীর জন্য।
এরপর মরদেহ নেয়া হয় ধানমন্ডীর তাকওয়া মসজিদে। সেখানে শুভাকাঙ্খীরা এক নজর দেখে তার স্মৃতির চারন করেন।
তাকওয়া মসজিদ ও চ্যানেল আই প্রঙ্গনে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হয় তাকে। সৈয়দ সালাউদ্দিন জাকী এসএটিভি’র প্রধান পরিচালন কর্মকর্তা ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দীন জাকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্ত্রী দুই সন্তান সহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী।