চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা
- আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় নগরীর প্রধান প্রধান সড়কে দেখা যায় তীব্র যানজট। যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকা, অনুমতিহীন গাড়ি বন্ধ করাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন প্রয়োগে কঠোর হলে সড়কে স্বাভাবিক অবস্থা ফিরবে বলে মনে করেন ভোগান্তির শিকার নগরবাসী।
ছুটি শেষে গত সপ্তাহে অফিস আদালত খুললেও নগরীতে কাটেনি ঈদের আমেজে। তবে স্কুল-কলেজ খোলায় দ্রুত বদলে যায় দৃশ্যপট। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে বের হয়ে অবলোকন করেন পুরনো চেহারার নগরী।
কয়েকটা দিন স্বস্তি থাকলেও এখন দীর্ঘ যানজটেই কাটছে সময়। প্রধান সড়কগুলোতে মানুষের চলাচল বেড়েছে। দেখা মিলছে গণপরিবহনে উঠতে প্রাণান্তকর চেষ্টা।
কর্মচাঞ্চল্য নগরীতে গাড়ির চাপ বেশি হওয়ায় সৃষ্টি হয় জটলা। গন্তব্যে পৌঁছাতে কোথাও কোথাও যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
যানজটের দুভোগ থেকে মুক্তি চান নগরবাসী।
উন্নয়ন প্রকল্পের কারণে রাস্তা সংকীর্ণ হওয়া, বৈধ-অবৈধ গাড়ির চলাচল, সংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ট যানজট নিরসনে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
যানজট নিরসনের নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন অনেকে।