চিনের বিষ্ময়কর হাইওয়ে টানেল তাক লাগিয়েছে বিশ্বকে
- আপডেট সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
যানবাহন চলাচলের জন্য পানির নিচের দীর্ঘতম হাইওয়ে টানেল উন্মুক্ত করেছে চীন। এটি দৈর্ঘে সাড়ে ৬ মাইলেরও বেশি। সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাইহু নামের টানেলটিতে চালকের ক্লান্তি এড়াতে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এর নির্মাণ কাজে ব্যয় হয়েছে ২শ’ কোটি মার্কিন ডলার।
চিনের বিষ্ময়কর হাইওয়ে টানেল তাক লাগিয়েছে বিশ্বকে। প্রায় চার বছর নির্মাণ কাজের পর পানির নিচের টানেলটি উন্মুক্ত করা হয়েছে যান চলাচলের জন্য ।
সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই তাইহু টানেল পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নীচে দিয়ে গেছে। টানেলটি নির্মাণে এক প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ৯ জানুয়ারি।
দ্বিমুখী ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া এই টানেলে রয়েছে ছয়টি লেন।চালকের ক্লান্তি এড়াতে রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে টানেলের সিলিং। রাজধানী সাংহাই ও নানজিংয়ে ভ্রমণকারীদের জন্য বিকল্প এক্সপ্রেসওয়ে হবে এই ট্যানেল।
নরওয়েতে অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলের দৈর্ঘ্য ১৪ দশমিক ৩ কিলোমিটার। এটি স্ট্যাভাঞ্জার ও স্ট্র্যান্ডের মধ্যে দিয়ে গেছে। জাপানেও রয়েছে নয় দশমিক ছয় কিলোমিটারের একটি টানেল।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল আছে ইংল্যান্ড ও ফ্রান্সে। যার দৈর্ঘ্য ৩৭ দশমিক নয় কিলোমিটার।