চিনির মূল্য ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রতি কেজি চিনির মূল্য ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছেছে বাণিজ্য মন্ত্রণালয়। খুব শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বিষয়টি ইতোমধ্যেই সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাজারে খোলা চিনি প্রতি কেজির দাম বেড়ে হবে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজির দাম হবে ১২৫ টাকা। তবে বাস্তবতা হচ্ছে, আরো আগে থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে চিনি বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১৪০ টাকায়। আর প্যাকেটজাত চিনি তো পাওয়াই যাচ্ছিল না। সর্বশেষ গত এপ্রিলে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। তখন প্রতি কেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা করার ঘোষণা আসে। শুরুতে সে অনুযায়ী বিক্রি হলেও পরে চিনির দাম বাড়তে বাড়তে এখন তা ১৪০ টাকায় উঠেছে।