চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের চরবাসী
- আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের প্রায় ৩ লক্ষাধিক চরবাসী অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা সেবা। অথচ এ সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর। চাঁদপুর সদর, হামইচর ও মতলব উত্তর এ তিন উপজেলার ১১টি বিচ্ছিন্ন চরে আদতে কোনো প্রকার স্বাস্থ্য সেবা নেই। এসব চরাঞ্চলের এলাকা ভিত্তিক গড়ে উঠেছে কিছু ওষুধের দোকান। এসব দোকানের হাতুড়ে ডাক্তাদের কাছে যেসব ওষুধ পাওয়া যায় তা নিন্মমানের বলে অভিযোগ চরবাসীর।
চাঁদপুরের চরগুলোতে সরকারি বা বেসরকারি ভাবে কোনো প্রকার স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল বা ক্লিনিক নেই। আর তাই ভোগান্তিরও অন্ত নেই চরবাসীর। সরেজমিনে রাজরাজেশ্বর চর ঘুরে দেখা যায়, কিছু কিছু দোকানে সাধারণ জ্বর, সর্দি- কাশি, ওষুধ পাওয়া যায়। তাও একেবারে নিন্মামানের। বিশেষ করে বিভিন্ন প্রকার সিরাফ রয়েছে একে বারে অখ্যাত কোম্পানির। প্রসুতী মায়েদের কষ্ট এখানে সবচেয়ে বেশী।
চরে দীর্ঘ ৬০/৭০বছর যাবৎ মানুষ বসবাস করে আসছে। এরা প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। প্রতিটি চরে সপ্তাহে অন্তত একজন করে ডাক্তার এসে চিকিৎসা দেওয়ার দাবি জানান স্থানীয়দের।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চরে কমিউনিটি ক্লিনিক তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। নদী শাসন করে স্থায়ী চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবী।
সট- ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চাঁদপুর সদর, চাঁদপুর।
বেঁচে থাকার জন্য সরকারি উদ্যোগে স্বাস্থ্য সেবা পৌঁছানোর দাবি চরবাসীর।