চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিরকাদিম পৌর মেয়রের স্ত্রী কানন বেগম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের মিরকাদিমে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়রের স্ত্রী কানন বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৪ দিন চিকিৎসার পর দুপুরে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ ঘন্টার জন্য লাইফ সাপোর্টে রাখা হয়। নিহতের ভাই জানান, তার শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো। এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার কর্মকর্তা মনির হোসেনসহ দু’জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। গেল ৬ এপ্রিল রাতে মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণে পৌর মেয়র স্ত্রী কানন বেগমসহ মোট ১৩ জন দগ্ধ হয়।




















