চিকিৎসক সংকটে পঞ্চগড়ের স্বাস্থ্য সুরক্ষায় চলছে হ-য-ব-র-ল অবস্থা। হাসপাতালে ৩৬ জন চিকিৎসকের বিপরীতে ১২ জন চিকিৎসক দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। এতে চিকিৎসা সেবাবঞ্চিত জেলার মানুষ। বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে স্থানীয়দের গুণতে হচ্ছে বাড়তি টাকা। তবে সিভিল সার্জন বলেছেন, চিকিৎসক নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।
বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিয়ে হ য ব র ল অবস্থায় চলছে পঞ্চগড় সদর আধূনিক হাসপাতাল। মেডিসিন, চর্ম, যৌন, শিশু, চক্ষু, হাড়জোড়া, নাক,কান ও গলা বিভাগে কোন চিকিৎসক না থাকায়, এসব রোগে আক্রান্ত রোগীদের রংপুরে পাঠানো হয়। ১’শ শয্যা বিশিষ্ট পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালে চিকিৎসকের পদ ৩৬টি হলেও কর্মরত আছেন মাত্র ১২ জন।
হাসপাতালটি অধিকাংশ ইলেকট্রিক বাতি ও ফ্যানেই বিকল। আর বেড না থাকায় রোগীদের পরে থাকতে হচ্ছে ফ্লোরেই। আবার অনেকেই হাসপাতালে দু’ থেকে তিনদিন ঘুরেও পাচ্ছে না চিকিৎসকের দেখা। হাসপাতালে দেয়া খাবারের মান নিয়েও রয়েছে রোগীদের নানা অভিযোগ।
চিকিৎসক সংকট থাকায় প্রতিদিনই রোগী দেখতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান আবাসিক মেডিকল অফিসার।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শূণ্য পদে নিয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
দ্রুত হাসপাতালে চিকিৎসক নিয়োগসহ উন্নত স্বাস্থ্যসেবার নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর।