চা শ্রমিক হত্যার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
২০ মে’ কে ‘চা শ্রমিক হত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি ও চা শ্রমিক হত্যার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন চা শ্রমিক শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ। এসময় বক্তারা বলেন, নানা প্রলোভনে নিয়ে আসা, নির্যাতনের শিকার নিপীড়িত অন্তত ৩০ হাজার চা শ্রমিকরা ১৯২১ সালে বাড়ি ফিরে যেতে চাইলে চাঁদপুরে তাদের উপর নির্বিঘ্নে গুলি চালায় ব্রিটিশ পুলিশ। এসময় সহস্রাধিক চা শ্রমিক মারা যান। পরে মরদেহ গুলো ভাসিয়ে দেয়া হয় মেঘনায়। এ নির্মম ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ মে’ কে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানায় তারা। পরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের নিকট দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।