‘চা কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণে’ কাজ করছে জেসিআই ঢাকা প্রেস্টিজ ও ঢাকা সেন্ট্রাল
- আপডেট সময় : ০৪:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
মানসম্মত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে জেসিআই বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় জেসিআই বাংলাদেশের স্থানীয় সংগঠন জেসিআই ঢাকা প্রেস্টিজ এবং জেসিআই ঢাকা সেন্ট্রালের উদ্যোগে গত ৯ই মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ‘চা কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণ’ শীর্ষক একটি প্রকল্প শুরু করেছে।
সারা বছরব্যাপী চলমান উক্ত প্রকল্পে প্রতি তিন মাস অন্তর অন্তর দুই দিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে বিনামূল্যে চা কর্মীদের মানসম্মত চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশন ও ঔষধ বিতরন করা হয়েছে। এই প্রকল্পে মাধ্যমে ১২০০ জন দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে।
এছাড়াও এই প্রকল্পটির আওতায় ১০জন চা বাগান শ্রমিককে বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেয়া হবে। যা তাদের চোখে আলো ফিরিয়ে মধ্য দিয়ে জীবনের মান উন্নয়ন এ সহায়তা করবে। এই প্রকল্পটি এস.ডি.জি গোল ৩,৫,৮,১০ পূরণের লক্ষ্য কাজ করে যাচ্ছে।
উক্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি ইমরান কাদিরের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সভাপতি মারুফ মোস্তাকিম মাহির এবং খসরু আহমেদ রনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এসময় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।