চালের দাম নিয়ন্ত্রণে সারাদেশ চলছে অভিযান

- আপডেট সময় : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫০৪ বার পড়া হয়েছে
উর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে সারাদেশ চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের অভিযান। চট্টগ্রামের চাক্তাইয়ে একটি চালের আড়ৎ সিলগালা ও তিন জেলায় ২ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামের চাক্তাইয়ে অভিযানে একটি চালের আড়ৎ সিলগালা ও ৪টিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর চাক্তাইয়ে চালের পাইকারি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের সাথে ছিলেন খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অতিরিক্ত চাল মজুদ ও লাইসেন্স না থাকায় আল্লার দান চাউল ভান্ডার সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাটে চাল মজুতের দায়ে বরকত রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে অভিযানে এই জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। শহরের রাইস মিল ও গুদামের কাগজ-পত্র যাচাই করেন তিনি।
এদিকে, নাটোরের গুরুদাসপুরে ১,১৬৯ মেট্রিক টন ধান অবৈধ মজুদ এবং ওজনে কারচুপির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চঁচকৈড় বাজারে এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। তিনি জানান, আল আমিন অটো রাইস মিল এবং বিলাস এন্টার প্রাইজে অভিযান চালানো হয়েছে।