চার দিনের সফরে আজ ঢাকা এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০১:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
চার দিনের সফরে ঢাকা এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন। এটিই মরিশাসের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
ঢাকায় দুই দিন ব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু হবে কাল। এতে যোগ দেবেন তিনি। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে মরিশাস প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী পৃথ্বিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে ১৪ মে ঢাকা ছাড়বেন তিনি। এদিকে..একই কনফারেন্সে যোগ দিতে আজ ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বিমানবন্দরে তাকেও স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
ইন্ডিয়ান ওশান কনফারেন্সে আনুমানিক আরও ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। অংশ নেবেন ডি-এইট, সার্ক ও বিমসটেকের মহাসচিবসহ অন্য প্রতিনিধিরাও।