চার জেলায় চার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৮০৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি, মুন্সীগঞ্জ, ঝিনাইদহ ও রংপুরে পৃথকভাবে ৪জনের মরদেহ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, মুন্সীগঞ্জের মিরকাদিমে দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রামগড় উপজেলার বনবিথী ও যৌথখামার এলাকার মধ্যবর্তী রামগড়-জালিয়াপাড়া সড়কের ডান পাশে সড়কের উপর থেকে মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পথচারীদের কাছ থেকে সংবাদ পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহসুরতহাল করে মরদেহটি উদ্ধার করে।
মুন্সীগঞ্জের মিরকাদিমে ঘর থেকে চুরি যাওয়ার দুই মাসের শিশু আযানের মরদেহ নিখোঁজের ৫দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঝিনাইদহের নিখোঁজের ৩দিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মদনপুর গ্রামের মাঠ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানায়, গত শুক্রবার রাতে বাড়িতে ফিরে আসেনি। অনেক খোজখুজির পর সকালে বাড়ির পাশ্ববর্তী মদনপুর গ্রামের মাঠের ধান খেতে তার অর্ধগলিত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায় সকালে উপজেলার ভেন্ডাবাড়ী পাকুড়িয়া গ্রামের জনৈক মিজানুর রহমানের পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়, পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।