চাচা হত্যা মামলায় আপন দুই সহোদরের যাবজ্জীবন কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট দ্বন্দে চাচাকে হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর আপন দুই সহোদরের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সকালে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ন আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩ জুন, সকালে নিজ বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে চাচা তহির উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।