চাঁদপুর, রাজবাড়ী, কুড়িগ্রাম ও ঝিনাইদহে বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
চাঁদপুর, রাজবাড়ী, কুড়িগ্রাম ও ঝিনাইদহে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীকে মনোনয়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউপি নির্বাচনে অওয়ামী লীগ মনোনিত প্রার্থী কল্লোল বসুকে প্রত্যাক্ষান করে সাংবাদ সম্মেলন হয়েছে।
নির্বাচন সংক্রান্ত পোস্টার, লিফলেটসহ অন্যান্য প্রচারণী সামগ্রী বৈধ ছাপাখানায় না ছাপিয়ে বিভিন্ন স্ক্রিন প্রিন্টের দোকানে ছাপানো বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি- সনাক।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউপি নির্বাচনে এবার বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন আবুল হোসেন। ইতোমধ্যে তাকে সমর্থন জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান আলী। গেলরাতে এক মতবিনিময় সভায় জনসমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন আবুল হোসেন।