চাঁদপুরে ১১টি সিনেমা হলের সবকটি এখন বন্ধ
- আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলায় ১১টি সিনেমা হলের সবকটি এখন বন্ধ। সিনেমা হল না থাকায় বিনোদনের জন্য তরুণ-প্রজন্ম মোবাইল নির্ভর হয়ে পড়েছে। দর্শক সংকটে একে একে সিনেমা হলগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন হল মালিকরা। ক্যাবল নেটওয়ার্ক, ক্যাসেটের পর ইউটিউব ও ফেসবুকের ছোবলে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মানুষ। চাঁদপুর সদরসহ বেশ কিছু উপজেলায় সিনেমা হলগুলো পরিত্যাক্ত ভূতুরে পরিবেশে পড়ে রয়েছে।
চাঁদপুরের সিকি কোটি মানুষের বিনোদন প্রেমি সিনেমা হলগুলো এখন ব্যবসা-বাণিজের গোডাউন। কোনটি ভেঙে ফেলা হয়েছে। আবার কোনটি ভেঙে নিয়েছে পদ্মা-মেঘনা। এক এক করে দশটি সিনেমা হল বন্ধ। হলগুলোতে ছিলো উপচে পড়া ভীড়। প্রতি শোতে ৪০০-৫০০ টিকেট বিক্রি হতো।
চাঁদপুর শহরের চিত্রলেখা ও ছায়াবাণী এবং সদরের পুরান বাজার এলাকার কোহিনুর, হাজীগঞ্জের সান্ত্বনা ও রনি সিনেমা হল, ফরিদগঞ্জের মনিহার। নদীতে বিলীন হয়েছে হাইমচরের চরভৈরবীর মেঘনা সিনেমাহল ও মৌসুমী হল। আলগী বাজারের রুপালী, মতলবের কাজলী ও রাজমহল সিনেমা হলগুলো এখন অতীত।
নতুন প্রজন্মদের জন্য বিনোদনের ব্যবস্থা সমাজ থেকে মাদক ও ইভটিজিং দূর হবে। সিমেনা হলগুলো বন্ধ থাকায় বিনোদনের জায়গা একেবারে খালি।
ভালো মানের সিনেমা নির্মাণ ও হলগুলোর পরিবেশ ঠিক করলে আবারও দর্শক ফিরবে বলে মনে করছেন সাংস্কৃতিক বোদ্ধারা।