চাঁদপুরে বিভিন্ন ইউনিয়নে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা
- আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মিধিলি’র পর পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম ৪০ হেক্টর জমির রবি ফসল। নি:স্ব হওয়ার পথে হাজার হাজার কৃষক। কৃষি বিভাগ বলছে, কৃষি এলাকাগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সমস্যার সমাধান করা হবে।
কৃষক আবুল বাশার। দুই একর জমিতে শীতকালীন সবজি ক্ষীরা, শশা, মিষ্টি কুমড়া চাষ করেন। হঠাৎ ঘূর্ণিঝড় মিধিলির বৃষ্টির পানি জমে তার সব ফসল নষ্ট হয়ে গেছে। এভাবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার ৪০ হেক্টর জমির প্রায় ২০ কোটি টাকার শীতকালীন ফসল নষ্ট হয়েছে।
উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী উত্তর পাড়া, পশ্চিম পাড়া, পৌর এলাকার বলাখাল ও সদর ইউনিয়নের অলিপুর গ্রামের ফসলি মাঠে বেশি ক্ষতি হয়েছে। কৃষকেরা ঋণ নিয়ে এখন দুশ্চিন্তা পড়েছেন। কৃষি অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপের দাবি তাদের।
উপজেলা কৃষি বিভাগ বলছে, সমস্যা সমাধানে কিছু বাঁধ ভেঙে দেয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
উপজেলার প্রায় সাড়ে চার লাখ বাসিন্দা কৃষি ও প্রবাসী আয়ের উপর নির্ভর। কৃষকদের ফসলি মাঠ সুরক্ষায় দ্রুত হস্তক্ষেপ চান চাষীরা।