চাঁদপুরে তুলা তৈরির কারখানা পুড়ে ছাই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলা তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে।
দুপুরে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ তরপুরচন্ডী এলাকার চাঁদপুর সেতুর উত্তর পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঝুট থেকে তুলা তৈরি করার মেশিনে হঠাৎ একটি লোহার টুকরা ঢুকে স্পার্কের মাধ্যমে আগুন লেগে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ঝুটের কাপড় ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক।