জেলেদের হামলায় নৌ থানার ওসিসহ ১৫ পুলিশ সদস্য আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ থানার ওসিসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীরচর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুঁড়লে তারা আহত হয়।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে নৌ পুলিশের ১০ থেকে ১২ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে নৌ পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে।