চাঁদপুরে জনপ্রিয় হচ্ছে কচুরিপানায় ভাসমান সবজি আবাদ

- আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে জনপ্রিয় হচ্ছে কচুরিপানায় ভাসমান সবজি আবাদ। বর্তমানে জেলার দেড় শতাধিক কৃষক কচুরিপানার উপরে সবজি চাষ করছেন। আর এসব ক্ষেত্রে কৃষকদের সহযোগিতা ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামের কৃষক আবদুল কাদের। ডাকাতিয়া নদীর পাড়ে কচুরিপানার স্তুপ করে গড়ে তুলেছেন–লাউ, বেগুন, বরবটি, টমেটো চারার চাষ। ২০ বছর ধরে চাষাবাদ করছেন তিনি। কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে আরও সফল তিনি। তার মতো ১৫৩ জন কৃষক কচুরিপানায় ভাসমান সবজির চাষ করছেন। এ ক্ষেত্রে সাফল্য লাভে খুশিও এ অঞ্চলের কৃষক।
শশা, ধুন্দল, করলা, লাউ, মিষ্টিকুমড়া, লালশাক, পালংশাক, কলমিশাক ও ধনিয়া পাতার আবাদ হচ্ছে ভাসমান ব্যবস্থায়।
কচুরিপানায় ভাসমান সবজি চাষে জেলার কৃষকদের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
ফরিদগঞ্জ ছাড়াও হাজীগঞ্জ, কচুয়া, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কৃষকদেরও ভাসমান সবজি চাষের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।