চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা ও ছেলে নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কে বলাখাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর গ্রামের বাসিন্দা মোঃ জিল্লুর রহমান ও তার শিশুপুত্র বায়েজিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বলাখাল বাজারে নিহতের বড় ছেলে জুবায়েরের প্লাস্টিকের দোকানের উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তোবারক দিতে যান তিনি। এসমর বেপোরোয়া গতিতে আসা চাঁদপুরগামী পিকআপটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু বায়েজিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় জিল্লুরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু হয় জিল্লুর রহমানের। পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ।