চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি থানা ওসি জানান, বসতঘরে পাশে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে। বড় বোন ফাহিমা আক্তার ছোট ভাইকে বাঁচতে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা করেন।