চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত পাঁচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। নিহতদের বহনকারী গাড়িতে মদের বোতল পাওয়ায় ময়নাতদন্ত করতে চায় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে নিহতদের স্বজনরা।
পুলিশের ধারণা হয়, আরোহীরা হয়তো মদ্যপ ছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা হয়েছে। এই নিয়ে বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তির উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়। এ ঘটনার পর উত্তেজিত স্বজনরা চিতোষী-হাসনাবাদ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়। তারা এলাকার একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলে। কুমিল্লায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে প্রাইভেট কার পুকুরে পরে মারা যান ওই ৫ জন ।