করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও চাঁদপুরের উত্তরে মতলবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ করোনা আক্রান্ত হয়ে সকাল ১০ টার দিকে মারা যান। কাউন্সিলরের ছেলে আজাদ বিষয়টি নিশ্চিত করেন। করে তিনি জানান, তার বাবা ১২ দিন ধরে শ্বাস কষ্ট জ্বরসহ নানা উপসর্গে ভুগছিলেন। ৩দিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার রাতে রেজাল্ট পজেটিভ আসে। সরকারি বিধি মেনে তাকে শ্রীমঙ্গল পৌর কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান আজাদ।
চাঁদপুরের মতলব উত্তরে করোনায় আক্রান্ত হয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির ফারুক সরকার নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। দুপুরে মতলব উত্তর উপজেলার বরুরকান্দি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হন। সকালে তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেন। শফিকুল ইসলাম সরকারের ছেলে ফারুক সরকার নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পল্লী বিদ্যুৎ বিভাগে চাকুরি করতেন।