চলমান সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবিলায় চলমান সাধারণ ছুটি আরও পাঁচদিন বাড়িয়েছে সরকার। এরসঙ্গে যুক্ত হয়েছে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি। এতে চলমান সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ছুটির প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। তবে সাথে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১০ দিনের ছুটিতে রয়েছে সারা দেশ।