চলমান লকডাউনের মেয়াদ বাড়ছে আরও এক সপ্তাহ
- আপডেট সময় : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের বিধিনিষেধের সাথে সকল সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য দিয়ে জানান, আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রথমে সীমিত লকডাউন দেয়া হয়। এতে তেমন কাজ না হওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর লকডাউন। এটি কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়- ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা নেয়ার মতো অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমায় ১৮ এপ্রিল লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। যা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। বিশেষজ্ঞদের মতে, ভারতের নতুন করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশংকা রয়েছে।






















