চলতি বছর ১০ মাসে ৬৯৫ নারী ও কন্যাশিশুকে হত্যা : জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
- আপডেট সময় : ০২:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
সারাদেশে জানুয়ারি থেকে অক্টোবর ১০ মাসে ৬৯৫ জন নারী ও কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছেন ৫৯০ জন। আর পারিবারিক সহিংসতার শিকার ১৭৯ নারী ও ২০ জন কন্যাশিশু। এমন তথ্য জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ১০২২ জন। এদের মধ্যে ৬৬০ জনই কন্যাশিশু। ধর্ষণ পরবর্তী হত্যা করা হয় ১৩ নারী এবং ৩৪ শিশুকে।
জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, নারী ও কন্যাশিশুদের নির্যাতন বন্ধে প্রয়োজন যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন। ডিএমপির তথ্যমতে গত ৫ বছরে ঢাকায় ৩ হাজার ৪২টি ধর্ষণ মামলা হলেও সাজাপ্রাপ্ত আসামি মাত্র ২৪ জন। বিচারহীনতার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে জানান তিনি। কন্যাশিশুসহ সব শিশু ও নারীদের বিষয় গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়নে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানায় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।